আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> ১৭ জুন ২০২৩ ইং শনিবার সকালে চট্টগ্রাম আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এদিন বিকাল ৩ ঘটিকায় সাতকানিয়া আলিয়া মাদ্রাসা মাঠে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে এক স্মরন সভা। চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোছলেম উদ্দিন আহমদ এমপি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এম আবু ছালেহ স্মরণে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন আওয়ামীলীগের কেন্দ্রিয় ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন। উক্ত স্মরন সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।আওয়ামীলীগের কেন্দ্রিয় এ নেতার চট্টগ্রাম আগমন উপলক্ষে নেতা কর্মিদের মাঝে প্রায় সময় আলাদা এক প্রানচাঞ্চল্য পরিলক্ষিত হয়। এবার তাঁর আগমন উপলক্ষে নেতা কর্মিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য