মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
সময়ের বেশ কিছু চলে যায় রয়ে যায় স্মৃতি
প্রেম ভালোবাসার মাঝে আর একটুখানি প্রীতি
সময় চলে যায় এটাই তো তার নীতি
কাহারো জন্য অপেক্ষা করে না এটাই রীতি
সময়ের ব্যবধানে চেনা মুখ গুলো
হয়ে যায় আজও খানিক অচেনা,
স্মৃতির ডায়েরি জুড়ে আছে সবার ব্যস্তডার
মাঝে মনের খোঁজে আজও তো জানা।
হাসি খুশি মনের মাঝে মজা করা ঠাট্টা রসিকতা করা
নেই তো সরি নেই তো ধন্যবাদে কোনো সময় ভরা
নাম না জানা কারো নানা নামে ডাকা
কেউ না এলে লাগে না ভালো যায় না একা থাকা।
খেলা ধুলা ক্লাস ফাঁকি মাঠের মাঝে সবুজ ঘাসে
বসে চায়ের আড্ডা সহ ঝালমুড়ি খাওয়া,
আড্ডার আসর শেষ ঠিক সময়ে
নিজ গন্তব্যের পাণে ফিরে যাওয়া।
স্মৃতির আল্পনার ডায়েরি মাঝে থাকুক
আজীবন পূর্ণ অপূর্ণ সব ভালোবাসা।
কিছু স্মৃতি স্বরণীয় হয়ে থাকুক এই তো সবার আশা।
মন্তব্য