২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • সুন্দরবনে প্রবেশ নিষেধ ৯০দিনের জন‍্য জেলেরা ৮৬ কেজি জেলে কার্ডের চাউল পাচ্ছে
  • সুন্দরবনে প্রবেশ নিষেধ ৯০দিনের জন‍্য জেলেরা ৮৬ কেজি জেলে কার্ডের চাউল পাচ্ছে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাতক্ষীরা শ্যামনগর উপজেলা ইয়াছিন আবদুল্লাহ প্রতিনিধি।।

    ১জুন থেকে ৩১শে আগষ্ট পযর্ন্ত (৯০দিন) সুন্দরবন সহ গহীন সাগরে ও নদীতে মাছ ধরা নিষেধ। এই তিন মাসের জন‍্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দেওয়া চাউল ৮৬ কেজি করে পাচ্ছে জেলেরা।
    প্রথমে ৫৬ কেজি এবং পরবর্তী সময়ে পাবে আরো ৩০কেজি। তবে এ চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকটি ওয়ার্ডে ।
    বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জেলেদের চাল বিতরণের কার্ডে নামের উপরে ফ্লুইড মেরে নাম পরিবর্তন করে রাতারাতে কার্ড বিতরণ করেছে মেম্বারের লোকজন এমন অভিযোগ স্থানীয় জেলেদের। সরজমিনে ইউনিয়ন পরিষদে যেয়ে দেখা হলে বিষয়টির সত‍্যতা মিলে। কার্ডের নাম ফ্লুইড এর ম‍্যাধে পরিবর্তন করা বিষয়টি চেয়ারম্যান কে অবহিত করার পরে চাউল দেওয়া বন্ধ করেদেন প‍্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ। তাছাড়া ইউনিয়ন পরিষদের ম‍্যাধমে ফ্লুইড মারা কার্ড জব্দ করার নিদর্শনাদেন ইউপি সচিব কে।শ‍্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে রবিবার সকাল ৯টা থেকে জেলে কার্ডের চাউল বিতরণ শুরু করা হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ। আব্দুর রউফ আরো বলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নে মোট জেলে কার্ড আছে ৩৩৩৩টি চাউল বরদ্ধ হয়েছে ১১৯৩ টি জেলে কার্ডের তবে বাকি কার্ড ধারীদের চাউল কোথা থেকে দেবে ইউনিয়ন পরিষদ।
    চাল বিতরণ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদার, ট‍্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী মোর্তোজা । বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুর ইসলাম, প‍্যানেল চেয়ারম্যান জি, এম আব্দুর রউফ সহ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। এ চাউল বিতরণ চলবে বিকেল চার টা পযর্ন্ত।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page