১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সুনামগঞ্জের নতুনপাড়ায় হৃদয় বণিক নামে এক যুবকের ছুরিকাঘাতে মমিন মিয়া নামে একজন নিহত,ঘাতক আটক
  • সুনামগঞ্জের নতুনপাড়ায় হৃদয় বণিক নামে এক যুবকের ছুরিকাঘাতে মমিন মিয়া নামে একজন নিহত,ঘাতক আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনাসমগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক(২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মীর ছুরিকাঘাতে মমিন মিয়া(৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক ও একই এলাকার রবি বণিকের ছেলে।মঙ্গলবার বিকেল চারটায় এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে তার স্বজনরা প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। তাকে সিলেট নিয়ে যাওয়ার পর ওসমানী মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দে”র গ্রুপের একজনকর্মী। সে প্রায়ই দাড়াঁলো ছুরা নিয়ে চলাচল করত বলে জানা যায়।আজ ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাাকটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা দাড়াঁলো ছুরা দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করলে অনেক রক্তখননে তিনি মাটিয়ে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়া নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয়।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page