সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় ও পাশ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। ১৬ ই জুন শুক্রবার সকাল ১০:৪৬ ঘটিকায় কেঁপে উঠে সিলেট সহ আশপাশের এলাকাগুলো।সেই সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিলো। এবিষয়ে সিলেট আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ফারজানা সুলতানা জানান রিখটার স্কেলে ৪.৬ মাত্রার ভূমিকম্পের স্থায়িত্ব ছিলো ৩০ সেকেন্ডের মত।এর উৎপত্তি স্হল সিলেট শহর থেকে ১৩ কিলোমিটার অদূরে গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায়।এদিকে ভারী বৃষ্টিপাতের সময় ভূ-কম্প অনুভুত হলে নগরীতে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।তবে কোথাও বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবরাখবর পাওয়া যায় নি। উপশহর জে ব্লক এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা নওয়াজেশ শামস নাহিয়ান জানান, ছুটির দিন ও বৃষ্টিভেজা সকাল হওয়ায় ঘুমে ছিলাম, হঠাৎ পুরো বিল্ডিংএ কম্পন অনুভূত হলে আতংকে নিচে নেমে আসি।এসময় আমার বাসার আসাপাশের বিল্ডিং গুলো থেকে মানুষ আতংকিত হয়ে নিচে নেমে আসতে দেখা বলে তিনি নিশ্চিত করেন।সিলেট বিভাগ সহ বাংলাদেশের বড় একটি অংশ ডাউকি প্লেট এর অন্তর্ভুক্ত থাকায় বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের অধীক ঝুঁকিতে রয়েছে অঞ্চলটি। এরমধ্যে গত দুইদিন যাবৎ ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ, কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিল হচ্ছে এবং আগামী কয়েকদিনের ভারী বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে ভূমিকম্প জনমনে বাড়তি আতঙ্কের জন্ম দিয়েছে।
মন্তব্য