১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • সাতকানিয়া ভ্রাম্যমান আদালতের অভিযানে এনবিএম ব্রিকফিল্ড কে অর্থদণ্ড
  • সাতকানিয়া ভ্রাম্যমান আদালতের অভিযানে এনবিএম ব্রিকফিল্ড কে অর্থদণ্ড

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমির টপ সয়েল কাটায় (এনবিএম)ব্রিকফিল্ড ম্যানেজারকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি)বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।এ সময় এনবিএম ব্রিক ফিল্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে জমির টপ সয়েল কাটার দায়ে ব্রিক ফিল্ডের ম্যানেজার আব্দুর রহমান কে,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,কেরানিহাটে অবস্থিত (NBM) ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে,মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এনবিএম ব্রিক ফিল্ডের ম্যানেজার কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর সংশ্লিষ্ট ধারায়,২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page