নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া>>> সাতকানিয়া দস্তিদার হাট শ্রমিক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাজার চত্বরে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা: আ.ম.ম মিনহাজুর রহমান প্রধান মোফাচ্ছির হিসেবে আলোচনা পেশ করেন মৌলানা মাহমুদুর রহমান দেলাওয়ার।মাহফিলে বক্তারা বলেছেন, ধর্মীয় অনুশাসনসঠিকভাবে মেনে না চলায় দিন দিন আশঙ্কাজনকভাবে যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হচ্ছে। ফলে সমাজের বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাদকের নেশার কবলে পড়ে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের পথ তৈরি করছে।নেশাজাতীয় দ্রব্য মানবসমাজের জন্য সর্বনাশ ও চিরতরে ধ্বংস ডেকে আনে,বলে বক্তারা উল্লেখ করেন ।কেঁওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন বান্দরবানের সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইসলামি আলোচক মাওলানা মোসলেহ উদ্দিন ফারুকী।বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন,যুবলীগ নেতা হারুনর রশীদ মানিক, । মুজিবুর রহমান মেম্বার দস্তিদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম খোকন সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিশেষ আলোচক ছিলেন,মাওলানা বোরহান উদ্দিন ও দস্তিদারহাট শ্রমিক সমিতির সভাপতি মো.শাহজাহান,সাধারণ সম্পাদক মো.জামাল উদ্দিন, সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য