মোঃ নজরুল ইসলাম চন্দনাইশ প্রতিনিধ>>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুনে পুড়ে ১০ টি দোকান ভস্মিভূত হয়ে গেছে এবং এই অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।১৬ জুন’২৩ ইং শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের মাস্টার হাটে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘঠে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ভূক্তভোগীরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন ১. কালিয়াইশের আবুল হোসাইন সওদাগর,২. নুরুল ইসলামের মুদির দোকান ৩. মোস্তাকের চায়ের দোকান ৪. পল্লী চিকিৎসক/ ডাক্তার ওমর আলীর চেম্বার ৫. নজরুল ইসলামের মুরগীর দোকান ৬. হাজ্বী সিরাজ সওদাগরের ব্যবসা প্রতিষ্ঠান ৭. মোস্তাকের চা’র দোকান ৮. সহিদের ফুলের দোকান।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, রাতে তাদের দোকান বন্ধ করে সবাই যারযার বাড়িতে চলে যায়, রাত ৩ টার দিকে খবর পেয়ে দোকান মালিকরা বাজারে এসে দেখতে পায় দাউ দাউ করে বাজারে আগুনের লেলিহান শিখা আকাশে দেখা যাচ্ছে। পরে সাতকানিয়ার ফায়ার সার্ভিসে ফোন করা হলে দ্রুত ফায়ার সার্ভিস টীম এসে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ফায়ার সার্ভিসের টীম লিডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার কালিয়াইশের মাস্টার হাটে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য