মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের পরিচালক, মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো: রাজীব পারভেজ বুধবার রাত ৮. ০০ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়।মো: রাজীব পারভেজ ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনৈতির সাথে জড়িত ছিলেন।তিনি তার রাজনৈতিক জীবনে ছাত্র রাজনীতি ও আওয়ামী রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।
তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন লাভের চেষ্টা করেন এবং দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরবর্তীতে ঘোষিত দলের মনোনীত
প্রার্থীর পক্ষে বরাবরের মতই মাঠে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তিনি বিগত ৬টি (১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সাল) জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে কাজ
করেছেন। পটুয়াখালী-১ সংসদীয় আসনের ১টি পৌরসভা, ৩টি উপজেলা (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) এর ২৫ টি ইউনিয়ন এবং ২২৫টি ওয়ার্ডে গত ১০ বছর ধরে বিভিন্ন কমিটি গঠন করে সাংগঠনিক কাঠামো প্রস্তুত করে কর্মসূচি বাস্তবায়ন
করে আসছেন।এছাড়াও দলীয় নির্যাতিত কর্মী, দুস্থ, অসহায় মানুষদের জন্য বিভিন্ন রকমের সহায়তা প্রদান কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি অপার সম্ভাবনাময় দেশের অন্যতম জেলা পটুয়াখালীকে তিনি এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।তিনি সরকারের গৃহীত উন্নয়ন ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নতুন
প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি জাতীয় সংসদে অত্র এলাকার প্রতিনিধিত্ব করে তার শ্রম, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে চান।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা আমাকে আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ (পটুয়াখালী,মির্জাগঞ্জ,দুমকী) আসনে আমাকে মনোনয়ন দিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাব।
মন্তব্য