জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে সরকারি নীতিমালা না মেনে বিদেশ গমনের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান জেলা প্রশাসক বরাবর অনুমোদন বিহীন বিদেশ গমনের অভিযোগ করেছে।লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,ইতনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তমাল কন্ডু গত ১২মার্চ তারিখে ইতনা ইউনিয়ন পরিষদে সচিবের নিকট চেয়ারম্যান বরাবর ছুটির আবেদন দিয়েই ১৩ তারিখে পাশ্ববর্তী দেশ ভারতে গমন করেছে। কিন্তু সরকারি বিধি মোতাবেক নির্বাচিত কোন জনপ্রতিনিধি বিদেশ গমন কালে সরকারের অনুমোদন সাপাক্ষে বিদেশ গমন করতে হবে। তবে ইউপি সদস্য তমাল কুন্ডু সরকারে নীতিমালা না মেনেই বিদেশ গমন করেছে। তমাল কুন্ডু বিদেশ গমনের বিষয়টি নিয়ে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্য সরকারি অনুমতি ব্যাতিত/ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদেশ গমনের জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করেছে। ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ধারা ৩৪ উপধারা (৪) এর(জ) বিদেশ গমন অবৈধ। ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান ।এবিষয়ে ওই ইউপি সদস্য তমাল কুন্ডুর সাথে কথা হলে তিনি বলেন, বিদেশ গমন কালে কোন জনপ্রতিনিধির সরকারের অনুমোদন নিতে হয় বলে জানা ছিল না। তিনি আরো বলেন, আমার সদস্য পদ না থাকলে কিছু আসে যায় না।১১নং ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান বলেন,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তমাল কুন্ডু সরকারের বিধি অমান্য করে ভারতে অবস্থান করে ছিল। ঘটনাটি জানতে পেরে আমি জেলা প্রশাসক বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন, ইতনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে বিদেশ গমনের অভিযোগ শুনেছি । এ বিয়ষ বিভাগীয় তদন্ত চলছে, প্রতিবেদন পেলে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।
মন্তব্য