সরাইল উপজেলা প্রতিনিধি >>> ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর নামক স্হানে মাধবপুর -ব্রাহ্মনবাড়িয়া লোকাল দিগন্ত পরিবহন সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।জানা যায় ১৩ মার্চ দুপুরে ব্রাহ্মনবাড়িয়া থেকে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে শাহবাজপুর ১ম গেইট নামক স্হানে গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে বাসটি খাদে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় ৪০/৪৫ জন যাত্রী নিয়ে বাস টি উলটে গেলেও কেউ নিহত হয় নি। তবে যাত্রীদের অনেকেই আহত হন। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় তাদের নিকটস্থ সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।জানতে চাইলে খাটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদককে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে বাসটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ড্রাইভার পলাতক আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য