মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি এলাকা থেকে ১১জুয়াড়িকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।রবিবার( ১৪ মে)বিকেল আনুমানিক ৫ টার দিকে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি এলাকায় স্বাধীন গ্রুপের ক্রয়কৃত জমির বাউন্ডারির ভিতরে প্লাষ্টিকের পাটি পেতে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়িদের হাতে-নাতে আটক করে সখিপুর থানার চৌকস পুলিশ। সখিপুর থানা পুলিশ সূত্রে,গ্রেফতারকৃত আসামিরা হলেন,মীর ছায়েম (৫৫)পিতা মীর শরীফ টাঙ্গাইল সদর, মো রিফাত (২৫) পিতা আলাল উদ্দিন গোড়াই মির্জাপুর, বিল্লাল হোসেন( ৫০)পিতা নুর মোহাম্মদ কালিহাতি, শফিকুল ইসলাম (৪৭)পিতা হেলাল উদ্দিন শিমুলিয়া আশুলিয়া, বিল্লাল হোসেন( ৫০)পিতা নুর মোহাম্মদ কালিহাতি, সাঈদ (৪৫)পিতা বিশা ব্যাপারী কালিয়াকৈর গাজীপুর, আ : ছাত্তার ( ৪৭) পিতা রফিক উদ্দিন ধামরাই ঢাকা, সাদেক হোসেন (৪৫) পিতা মোহাম্মদ আলী কাশিমপুর, গাজীপুর, হাছান আলী( ৪৮) পিতা কাদের আলী আশুলিয়া, আবুবকর (৩৮)পিতা মফিজ উদ্দিন কালিয়াকৈর গাজীপুর, আইয়ুব( ৩৯) পিতা গফুর দাড়িয়াপুর সখিপুর, নুরুল ইসলাম( ৫৫)পিতা হাকিম উদ্দিন কে নগদ ১লক্ষ ১০ হাজার টাকাসহ ১১জুয়াড়িকে ৩/৪ ধারায় অপরাধ করায় সখিপুর থানা ইনচার্জ ও সঙ্গীয় ফোর্সসহ আসামিদের গ্রেফতার করে।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু আইন শৃঙ্খলা বজায় রাখতে এইরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।
মন্তব্য