জেলা প্রতিনিধি ( নড়াইল)>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার মাদ্রাসা ছাত্র মোঃ ওমর ফারুক প্রায় তিন সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবারের লোকজন।ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল শেখের ছেলে মাদ্রাসা ছাত্র মোঃ ওমর ফারুক(১২)। গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল দক্ষিণপাড়া মাদ্রাসায় হেবজো শ্রেণিতে পড়াশোনা করতো ওমর ফারুক। গত ৮ মে সকালে মাদ্রাসার ক্লাস চলাকালীন ওমর ফারুক ক্লাসের হুজুরকে বলে আমি বাথরুমে যাবো। বাথরুমে যাবার কথা বলে ক্লাস রুম থেকে বের হবার পর দীর্ঘ সময় পার হলেও সে আর ক্লাসে ফিরে যায়নি। পরে শিক্ষকরা জানতে পারেন ওমর ফারুক মাদ্রাসার মধ্যেই নেই। তখন শিক্ষকরা ফোনে ছেলের নিখোঁজের খবরটি ওমর ফারুকের পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের দরিদ্র পিতা গোপালগঞ্জ সদর থানায় ১১ মে সাধারণ ডায়েরি করেন। যার নং- ৫২৩। ওই ছাত্রের মা রুনা বেগম জানান, ছেলের উচ্চতা ৩ফুট ৫ইঞ্চি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের দিন শরীরে পাঞ্জাবি ও টুপি ছিলো। ওমর ফারুকের কোন সন্ধান পেলে তিনি লোহাগড়া থানা বা গোপালগঞ্জ সদর থানায় যোগাযোগের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। #
মন্তব্য