জেলা প্রতিনিধি (নড়াইল)>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১জুন) দুপুরে লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশের উদ্যগে-লোহাগড়া-যশোর মহাসড়ক ও উপজেলা গেটের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কেন্দ্রীয় রীট বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ উজ্বল খান,সাধারণ সস্পাদক সাহিদুল দেওয়ান,লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বি এম কামাল হোসেন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশ কমিটির সভাপতি আবু আবদুল্লাহ, নিহত বকুল শেখের ছেলে রমজান শেখ প্রমুখ।উল্লেখ্য রবিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে কুমড়ি পূর্ব পাড়া রাজ্জাকের চায়ের দোকান থেকে বকুল শেখ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গোলাপ শেখের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার ঘটনায় বড় ছেলে রমজান শেখ বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামী আয়নালের ছেলে রুবেল কে আটক করেছে এবং অন্য আসামীদের আটকের চেষ্ঠা চলছে।
মন্তব্য