২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • রৌমারী ও রাজীবপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন।
  • রৌমারী ও রাজীবপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মুরাদুল ইসলাম মুরাদ রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলায়‘স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক’ এ স্লোগানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।শনিবার (৮ জুন) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর দুই উপজেলায় নিজ নিজ প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন।রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানবীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম ও ভাইস চেয়ারম্যান রেনু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। একই সাথে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বিশেষ অতিথি ছিলেন রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান দোহা ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার সৃতি,রৌমারী সহকারী ভুমি কর্মকর্তা আসিব, রৌমারী থানার তদন্ত ওসি সহ রৌমারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।সেখানে তারা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার।বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছে।উল্লেখ্য,ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page