তাহিরপুর প্রতিনিধি>>> তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ উদ্দিন খন্দকার লিটনের মনোনয়নপত্র উচ্চ আদালত বৈধ ঘোষণা দেয়ায় পদে বর্তমানে ৪ জন প্রার্থীর লড়াই হচ্ছে।দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় ২১ এপ্রিল ছিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ।আবেদন দাখিলে ইন্টারনেট ধীরগতি থাকায় রিয়াজ উদ্দিন খন্দকার লিটন তার যাবতীয় কাগজপত্রাদি শতভাগ দাখিল করতে পারেননি।এ বিষয়টি তিনি জেলা নির্বাচন অফিসারকে জানালে তিনি জানান,আবেদন শতভাগ সম্পন্ন না হওয়ায় আবেদনের হার্ডকপি গ্রহণ করা সম্ভব নয়।এমতাবস্থায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন (বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান) মঙ্গলবার উচ্চ আদলতের সম্পন্ন হলে আদালত তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন,তিনি উচ্চ আদালতে সুষ্ঠু ন্যায় বিচার পেয়েছেন।আদালতের রায়ের কপি হাতে নিয়ে তিনি বুধবার সুনামগঞ্জ এসে পৌঁছবেন বলে জানান।
মন্তব্য