জয়নাল আবেদীনঃবিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম>>>কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বামন ডাঙ্গা খেয়াঘাটের পাশে নদীর পানিতে মাছ চাষ করছেন স্হানীয় প্রভাবশালী রা।এলাকাবাসী জানান,নদীতে মাছ চাষ করে রাসায়নিক খাবার প্রয়োগ করায় নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।নদী থেকে আমরা যে সুস্বাদু মাছ পাই তাহা নষ্ট যাচ্ছে।তাই,আমরা মৎস্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য