আবদুর রাজ্জাক।।
কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি এলজি বন্দুক ও ৮০ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে । এসময় নাম্বার বিহীন ১ টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।শুক্রবার (২ মে) দুপুর ১২.৪৫ মিনিটের সময় কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম নির্দেশনায় কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান, রামু থানার ওসি আনোয়ারুল হুসাইন ও ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এস আই ফয়েজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতুলি ফরেস্ট অফিস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১ টি এলজি বন্দুক ও ৮০ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করে । এসময় নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।আটককৃতরা হলেন, রামু কচ্চপিয়া ইউনিয়নের ১ নম্বর ওর্য়াড়ের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া(৪৫),একই ইউনিনের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিম( ৪২)গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নং ওয়ার্ডের ওসমানের ছেলে মিজানুর রহমান ২৬)কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র সহ তাদেরকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।।
মন্তব্য