এ,কে,আজাদ,রানীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২০ জুন)বিকেলে নন্দুয়ার ইউনিয়নের রাঙ্গাটঙ্গি ফুটবল একাডেমি ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এবং ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন, প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি ও জেলা আ.লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,স্বাধীন বাংলা নিউজ এর নির্বাহী সম্পাদক এ,কে,আজাদএ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।উল্লেখ্য খেলায় পঞ্চগড় ফুটবল একাডেমিকে রাঙাটঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি ২-০ গোলে বিজয় লাভ করেন। খেলা শেষে অতিথিরা একাডেমীর ফলক উন্মোচন করেন ও ফিতা কেটে ভবনের শুভ উদ্বোধন করেন।
মন্তব্য