নিউজ ডেক্স>>> নাশকতা মামলায় বানেশ্বর ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক আটক।রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নাশকতা মামলায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে পুঠিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করে।পুঠিয়া থানা সূত্রে জানা যায় : ১২/০৯/ ২০২৪ ইং বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি থেকে তাকে আটক করে পুঠিয়া থানা পুলিশ।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান,দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নন্দন গাছি থেকে তাকে নাশকতা মামলায় আটক করা হয়েছে।আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপিতে ভুয়া পুলিশের এসআই রেজাউল করিম আটক রাজশাহীতে গ্রেপ্তার ভুয়া পুলিশ সদস্য কারাগারে ১৩-০৯-২০২৪ পাভেল ইসলাম মিমুল রাজশাহীতে রেজাউল করিম (২৮) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রেজাউল নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দিতেন।এর আগে গতকাল বুধবার রাতে নগরীর জাদুঘর মোড় থেকে তাঁকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।ওসি জানান,রেজাউলের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের গাড়ি ও ওয়াকিটকির ছবি পাওয়া গেছে।এছাড়া তাঁর কাছ থেকে হ্যান্ডকাপের একটি চাবি জব্দ করা হয়েছে।তার বিরুদ্ধে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।এ ঘটনায় রাতেই রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য