কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
যাঁতাকলে আগের দিনে
ফেসা হতো গম ডাল
ধানের কলে হাল যুগে
বানানো হয় সাদা চাল।
যাঁতাকল আর ঢেঁকিকল
ত্যাগ করছে ধরা
সুখ-শান্তিতে খেতে যেয়ে
রোগে পাগলপারা।
ঢেঁকিতে ছাঁটা চালের স্বাদ
সত্যিই ছিলো ভিন্ন
ঢেঁকিতে কুটা চালের গুড়োর
পিঠায থাকতো চিহ্ন।
গরুর ঘানির তেলের ঝাঁঝ
আসতো সবার নাকে
জন নিতো মাঠে সবাই
খাবার নিতো বাঁকে।
পালকিতে যেতো বিয়ে করতে
অর্থ ছিলো যাদের
ছয় বেয়ারা নিতো বয়ে
গান গাইতো সাধের।
গরুর গাড়ি ঘোড়ার গাড়ি
ছিলো গরীবের বাহন
অর্থ কড়ি কম থাকায়
করতো বিয়ে সাধন।
ঢেঁকি, যাতা,গরুর গাড়ি
আর পালকি দেখতে চাও
রকেটের টিকিট কেটে
যাদুঘরে যাও।
মন্তব্য