পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, মোঃচাঁন মিয়া
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এখন মৌসুমী ফলে ভরা। বাজারে নিত্য আসছে নানান জাতের ফল। তাই পানছড়ি বাজারের প্রধান সড়ক এখন মৌসুমী ফলের দখলে। প্রতিদিনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার আগমনে বাজার থাকে সরগরম।সরেজমিনে দেখা যায়, পানছড়ি বাজারের প্রধান সড়কে শোভা পাচ্ছে আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপেসহ নানা জাতের ফল। যার মাঝে জমজমাট রয়েছে লিচুর বাজার।বাজারে ফলের অভাব নেই তাই ক্রেতারাও দারুণ খুশী।বাজার ঘুরে দেখা যায়, দেশীয় মজাদার ফলগুলোর দাম ক্রেতার ক্রয়সীমার মধ্যেই রয়েছে। দেশীয় একশত লিচু পাওয়া যাচ্ছে ৭০-৮০ টাকা দরে। চায়না টু প্রতিশতের দাম ১৪০-১৫০ টাকা। তবে চায়না থ্রী এখনো বাজারে দেখা যাচ্ছেনা। হয়তো কয়েকদিনের মধ্যে চায়না থ্রী বাজারে দেখা যাবে। লিচু বিক্রেতা মনিতা চাকমা, মরাটিলার জগদীশ ত্রিপুরা ও নিবারন চাকমা জানান, লিচু দেশীয় হলেও দাম ভালোই পাচ্ছি। ফল বিক্রেতা লিয়াকত, মোজাফফর, রশিদ জানান, গতবারের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। ফল যেমনি ভালো দামে বিক্রি হচ্ছে তেমনি ক্রেতারাও খুশী। পানছড়ি উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার জানান, গেল বারের তুলনায় এবার ফলন বেশী হয়েছে। তবে তীব্র গরমে সময়ের আগেই ফল পাকা শুরু করেছে। তাই নির্দিষ্ট সময়ের আগেই লাজার উঠেছে। তবে সুমিষ্ট চায়না থ্রী আসতে আরো কয়েকদিন লাগতে পারে দলে তিনি জানালেন
মন্তব্য