এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):>>>মোংলা পৌর শহরের মেছেরশাহ সড়কে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (৩০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।গতকাল মঙ্গলবার ২৩ মে মেছেরশাহ সড়কে অভিযান চালিয়ে দুলালের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দুলাল পৌরসভার কুমারখালি সড়কের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় আজ বুধবার (২৪ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন।
মন্তব্য