মেহেরপুর প্রতিনিধি:>>> মেহেরপুরের আলোচিত হোটেল আটলান্টিক কান্ড মামলায় সাংবাদিক আবু আক্তার করণ, রেক্সোনা আরা ও নিলুফার ইয়াসমিন রুপাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।বৃহস্পতিবার (১৫ জুন), দুপুরের দিকে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, ডিবিসি চ্যানেলের সাংবাদিক আবু আক্তার করণ, দেশ টিভির সাংবাদিক রেক্সোনা আরা ও নিলুফার ইয়াসমিন রূপাসহ ১৭ জন আসামীকে অভিযুক্ত করে মেহেরপুর শহরের হোটেল আটলান্টিক কান্ড মামলায় পুলিশ আদালতে চার্জশিট দেন। এরপর তারা উচ্চ আদালতে চার্জশিটের তথ্য গোপন করে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিন আদেশ শেষ হলে বৃহস্পতিবার আবু আক্তার করণ, রেক্সোনা আরা ও নিলুফার ইয়াসমিন রুপা মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।একই মামলার ওপর আসামীদের মধ্যে মেহেরপুরের সাংবাদিক তুহিন অরণ্যসহ আরো ৫ জন উচ্চ আদালতে জামিন নিয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য