২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • মিরসরাই থানা পুলিশের অভিযানে সোয়া কোটি মুল্যের ২৩ শত অবৈধ শাড়ি, দুটি গাড়ি সহ ২ জন গ্রেফতার
  • মিরসরাই থানা পুলিশের অভিযানে সোয়া কোটি মুল্যের ২৩ শত অবৈধ শাড়ি, দুটি গাড়ি সহ ২ জন গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং মিরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব কবির হোসেন এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ৬/০৬/২০২৩খ্রি: ভোর ০২.৪৫ ঘটিকায় এসআই(নিঃ)/মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ফেনী জেলার সীমান্ত এলাকা হতে দুইটি হাইচ, যাহার(রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৩-৮১৭২, এবং রেজিঃ নং-চট্ট:মেট্রো-চ-১১-৫৪২৫) যোগে বিপুল পরিমানের ভারতীয় শাড়ী কাপড় সরকারী কর ফাকি দিয়া চট্টগ্রামের দিকে নিয়া আসতেছে। এ সময় অভিযান চালিয়ে ২৩০৫(দুই হাজার তিনশত পাঁচ)পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়, যাহার আনুমানিক মূল্য ১,১৬,১০,০০০/-(এক কোটি ষোল লক্ষ দশ হাজার) টাকা ও আসামী ০১। মোঃ সোহাগ(৩৭), পিতা-মৃত শরীফ উদ্দিন, মাতা-মৃত তাহেরেন্নেছা, সাং-দক্ষিণ সোনাপাহাড়(শামসুল আলম ড্রাইভার বাড়ী), ০৩নং ওয়ার্ড, ০৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ রেজাউল করিম প্রকাশ রনি(২৬), পিতা-মোঃ নুরুল হক, মাতা-খুদেজা বেগম, সাং-উত্তর আমবাড়িয়া(নুরুল ড্রাইভার এর বাড়ী), ০৩নং ওয়ার্ড, ১২নং খৈয়াছড়া ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ভারতীয় শাড়ী কাপড় ও চোরাচালান কাজে ব্যবহৃত হাইচ গাড়ী দুইটি উপস্থিত সাক্ষীদের সম্মূখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে মীরসরাই থানার মামলা নং-০৭,তাং-০৬/০৬/২০২৩ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি রুজু করা হয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page