মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>>
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও প্রবাসীদের ভোটাধিকার এবং প্রবাসীদের জন্য জাতীয় বাজেটের ৫%বরাদ্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহঃস্পতিবার ০৮/০৬/২০২৩ইং তারিখে মালদ্বীপের মালে সিটিতে ডায়মন্ড রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল আল, মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়া খাঁন, মানব পাচার প্রতিরোধ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাবসায়ী মোঃ আলমগীর সিকদার, সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শারিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মামুন আবদু রফ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা, মোঃ আওয়াল, অর্থ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার,আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ,উপস্থিত নেতাকর্মী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী কূটনৈতিক দূতাবাসগুলোতে বুথ খুলে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা ও প্রবাসীদের জন্য জাতীয় বাজেটের ৫% বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান পাশাপাশি প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তব্যে মোঃ জিয়া খাঁ বলেন সকল প্রবাসীদের কে পেনশনের ব্যবস্তা ও সুদ মুক্ত লোন প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান,
মন্তব্য