২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • মাগুরায় কৃষক সাহেব আলী হত্যা মামলার রায়ে ৩ আসামীর ফাঁসি
  • মাগুরায় কৃষক সাহেব আলী হত্যা মামলার রায়ে ৩ আসামীর ফাঁসি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক>>>>

    মাগুরা, ৬ জুন, ২০২৩ (বাসস): জেলার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার ৩ আসামীকে আজ ফাঁসির আদেশ দিয়েছে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এই রায় ঘোষণা করেন।
    দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সবুর, একই গ্রামের গহর মুন্সীর ছেলে হাবিবুর রহমান ও ইমানুদ্দিনের ছেলে বুলু মিয়া।রাষ্ট্রপক্ষের আইনজীবী মশিয়ার রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে সাহেব আলী তার বাবা আমজাদ আলীকে নিয়ে কৃষি কাজে কোটভাগ গ্রামে তাদের নিজস্ব ফসলের ক্ষেতে যাচ্ছিলেন। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছলে পূর্ব বিরোধের জের ধরে আসামী আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াসহ অন্যরা তাদের গতিরোধ করে সাহেব আলীকে রড ও ধারালো বল্লমের আঘাতে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় সাহেব আলীর বাবা আমজাদ আলী আব্দুস সবুরসহ ৩৬ জনকে আসামী করে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়ার পর ১৫ জনের স্বাক্ষ্য ও বিভিন্ন তথ্য প্রামণের ভিত্তিতে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এই রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এছাড়াও ৩২ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। জাকির হোসেন নামে একজন আসামী ইতিমধ্যে মারা গেছেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page