মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান>>>
মহেশপুর থানার ওসি সাহেব গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয় স্কুলে মাদক সম্পর্কে বৈঠক করেছেন
উপস্থিত ছিলেন ৫ নং শ্যামকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল হক এবং মোঃ ওহেদ বিশ্বাস কিছু কথা জানিয়েছেন আরো উপস্থিত ছিলেন গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ওহেদ বিশ্বাস ২ নং ওয়ার্ডে মেম্বার হারুন অর রশি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে মহেশপুর থানা ওসি সাহেব বলেছেন, যারা সুস্থ জীবনে ফিরতে চায়, তাদের জন্য সেই সুযোগও সৃষ্টি করতে হবে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বহুমুখী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন সে কারণে অভিযানটাকে আমাদের আরও ব্যপকভাবে পরিচালনা করে যেতে হবে।
ব্যবস্থা না করলে অপরাধী আবার অপরাধের জীবনে ফিরে যায় মন্তব্য করে থানা ওসি সাহেব বৈঠকে বলেন, বাল্যবিবাহ সর্বোচ্চ মেয়েদের ১৮ বছর বিবাহ ছেলেদের ২১বছর বিবাহ করা জন্য অনুরোধ করেছেন মহেশপুর থানা ওসি সাহেব তিনি আরো বলেন গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয় স্কুলে ছাত্র ছাত্রীদের প্রেম ভালোবাসা দেখিয়ে ছাত্রীরা ইভটিজিং শিকারের মুখে চলে যাচ্ছে কয়েক ছাত্র ছাত্রী কয়েক জন ছাত্র সিগারেট খেয়েছেন মহেশপুর থানা ওসি সাহেব ওয়াদা করে নিয়েছেন সকল ছাত্র-ছাত্রীদের কাছে যেনো কোনো খারাপ পথে না যায় আর স্কুল থেকে বের না হয়। সামনে বছরের এসএসসি এক্সাম সম্ভাবনা বেশি গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয় স্কুলে জানিয়েছেন ওহেদ বিশ্বাস প্রায় ৫-১০ লাখ টাকা অনুদান দেবার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য