টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক-৩ প্রকল্প এর আয়োজনে জলছত্র কর্পোস খ্রীষ্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২মে) কারিতাস আলোক-৩ প্রকল্পের আয়োজনে দিনব্যাপী এই মেলায় সভাপতিত্ব করেন মি: অপূর্ব ম্রং কারিতাস ময়মনসিংহ অঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নাফিজা আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম,ফা: সুবাস কস্তা সিএসসি জলছত্র ধর্মপল্লী, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি: ইউজিন নকরেক, জিএমএডিসি,মি এর সভাপতি মি: অজয় এ মৃ, থাংআনী কোওপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সি: সুষমা কস্তা, কারিতাস আলোক-৩ প্রকল্প এর মাঠ কর্মকর্তা সুচনা রুরাম। কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলায় মোট ১৭ স্টলে শুধু মাত্র জৈব সার পদ্ধতিতে কৃষি ফসল চাষাবাদের প্রদর্শন করা হয়। স্টল প্রদর্শনী প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন চুনিয়া পুরুষ দল আলোক- প্রকল্প,২য় স্থান অর্জন করেন কাইলাকুড়ি নারী কৃষক দল আলোক -৩ প্রকল্প, ৩য় হয়েছে আইএফএস আইসিটি কৃষাণী দল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩ জনের জন্য কৃষি সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য