২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

ভুল পরিশুদ্ধির পথ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে শাহাদাত হোসেন তালুকদার>>>

ভুল পরিশুদ্ধির পথ,খোদার এই সুবিশাল সৃষ্টি ভুলের মাশুল,নচেৎ আমরা ধরিত্রীমুখি না হয়ে স্বর্গবাসের ভিন্ন স্বাদের অন্য কোন আকৃতি অনুভূতির মানুষ বা জীব হতে পারতাম,
দিনরাত সকালবিকাল ভুলশুদ্ধ নারীপুরুষ জীবনমরণ ছন্দপতন অবশেষে স্বর্গনরক তথাপি এই পৃথিবীর সকল সৃষ্টির মূল কর্তা তিনি এক ও অদ্বিতীয় স্রষ্টা বিধাতা,
এই মনুষ্যকূল আল্লাহর সৃষ্টির জগৎ পরিধিতে প্রথম ও স্রষ্টার পরে দ্বিতীয়,
চার আসমানী কিতাবের মধ্যে সর্ব প্রথম কিতাব জবুর সহ বাকি তিন আসমানী কিতাব সমূহ আল্লাহ তা,আলা কর্তৃক ধারাবাহিক বিচার বিশ্লেষণ পূর্বক মানুষের কল্যাণ,অকল্যাণ,মঙ্গল,অমঙ্গল নির্ণয়ে পরম করুনাময় জগৎকে দৃশ্যত সমন্বয় সাধন করেছেন এবং সৃষ্টির সেরা জীবকে তাদের ভুলত্রুটি ন্যায় অন্যায় বুঝতে সময় দিয়েছেন ক্ষমার মাধ্যমে,
অন্যতায় সর্বপ্রথম আসমানী কিতাব জবুরের ফজিলত দ্বারা আল্লাহ ছোবানো তা,আলা হয়তো তাঁহার সৃষ্টিকে গুছিয়ে নিতে পারতেন অথচ তিনি তা করেননি কারণ তিনি মনে করেন তাহার চোখে জগৎকে আরও সুন্দর ও পরিপাটি দেখার জন্য সংশোধন বা পরিশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিহার্য,যে কারণে জবুর কিতাবের পর যথাক্রমে তওরাত ইঞ্জিল ও সর্বশেষ আসমানী কিতাব পবিত্র আল কোরআনকে জগৎ কল্যাণের জন্য মানুষের ইহ ও পরকালের মুক্তির পথ হিসেবে চিহ্নিত করেছেন,

মানব কল্যাণের জন্য সর্বশেষ কিতাবে অতীতের আসমানী কিতাব সমূহের ভুল শুদ্ধ অশুদ্ধ মঙ্গল অমঙ্গলের উপায় হিসেবে আল কোরআন আলোতে ভুল পরিশুদ্ধির পথ দেখিয়েছেন,
তাতে দেখা যায় ভুল থেকে পরিশুদ্ধি কিংবা মুক্তির পথ উন্মোচিত হয় যেই কিতাব দ্বারা তা হলো ইসলামের পবিত্র আল কোরআন,যেই কিতাবের ফজিলত শান্তির ধর্ম ইসলাম সৃষ্টির সাধ গ্রহন করে চলেছেন নিয়ত আলহামদুলিল্লাহ রব্বুল আল আমিন,
কাজেই সৃষ্টির গান গাওয়ার জন্য আল্লাহর তা,আলার ধরিত্রী আবাদের প্রয়োজনে যেমন মানুষের দরকার তেমনি মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও পরকালের স্বস্তির নিশ্বাসের শেষ আশ্রয় নিবাস বেহেশত।

জীবনের কর্ম করণীয় অনুভব অনুভুতিতে ভুলের শিক্ষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অতঃপর বড় শিক্ষা,ভুল ব্যতিত সত্যের কোন দাম নাই,
তবে মনের গরজি ইচ্ছা মতো ভুল কখনো কারো কল্যাণ বহে আনতে পারেনা তাই সাবধান সতর্ক হয়ে জীবন গড়ে তুলতে ভুলই পরিশুদ্ধির পথ বা মুক্তির একমাত্র উপায় আমিন।

২৩/০৫/২০২৩ খৃঃ

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page