কলমেঃ নাজমুল ইসলাম
তুমি হাসতে জানো অনেক
তারা ভরা ভালো,
মনের ভেতর তোমার সুখের
ভরা আলো।
তুমি হলে অসীম সাগরের
মতো ঢেউ,
মন যে তোমার অনেক
বড় জানে না তো কেউ।
শুধু তুমি আমার পাশে থেকো
সারাজীবন তাই,
আমি আমার কবিতা লিখে
তৃপ্তি যেন পাই।
মনের স্বপ্নের মাঝে জল
ধারায় শুধু যে তুমি,
তোমার রঙিন স্বপ্নের মাঝে
চাঁদের আলো ভূবন আমি।
আমার হৃদয়ে একটি ছোট্ট
বানিয়েছি যে খাম,
সেই খামের ভেতর শুধু
তোমারই নাম।
মন যে আমার বলে সারাক্ষণ
ভালো থেকো থেকো,
ভালোবাসার টানে মন যে
বলে আমাকে মনে রেখো।
ঠাকুরগাঁও জেলা
বাংলাদেশ।
মন্তব্য