১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও ৩৫৩০ জন শিশুর মাঝে ব্যাগ-কলম বিতরণ গভীর রাতে গরিব অসহায় শীতার্তদের মাঝে চট্টগ্রাম ডিসির কম্বল বিতরন সীতাকুণ্ডে ডাকাত সর্দার গ্রেপ্তার মহেশখালীতে হত্যা,অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার তানোরে শহীদ মিনারে জুতাপায়ে মাদরাসা সুপার! লোহাগড়া কৃষি অফিসে বিভিন্ন তথ্য পেতে সাংবাদিকদের ভোগান্তি তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষীদের আন্দোলন সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমারে পালালো পাচারকারী
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • ভারতের নিংস্র ঘটনায় চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার
  • ভারতের নিংস্র ঘটনায় চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম,এ কাশেম চট্টগ্রাম থেকে>> ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনার কার্যালয়ে হামলা-ভাংচূরে্য তান্ডব লীলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেনো এর প্রতিবাদ-বিক্ষোভের অংশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার সরকারি ভাবে পর্যাপ্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।আর এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অবহিত ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।একই সাথে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় ও নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।সূত্রে পাওয়া খবরে জানা গেছে,সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে চট্টগ্রাম মহানগরীর খুলশীস্থ ভারতের সহকারী হাইকমিশন ও নগরীর ২ নং গেইট এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ।এ সব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও গ্রহণ করেছে সিএমপি।ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেয়া হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মোঃ তারেক আজিজ সংবাদ মাধ্যমকে বলেন,ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টার এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয় বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না।তবে,আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।একই সাথে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন,ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টার কেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার বিকেলে থেকে নিরাপত্তা ব্যবস্থা আর ও জোরদার করা হয়েছে।সহকারী হাইকমিশনার ও ভিসা সেন্টারের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।আর এ সব কারণে চট্টগ্রামের বিভিন্ন লোকজন বিরুপ মন্তব্য ছুড়ে মেরে বলছেন,ভারতে যেখানে আমাদের দেশের হাই কমিশনে ঘটনা ঘটিয়েছে তারা এবং আমাদের দেশীয় জাতীয় পতাকায় আগুন দিয়ে আমাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর আঘাত করেছে যারা তাদের জন্য এতো কিছু করার প্রশ্নই উঠে না।অপরদিকে অন্যান্যরা বলছেন- একটি দেশের যে কোনো কিছু আরেক দেশে থাকলে তির নিরাপত্তা বিধান করা সেই দেশের-ই দায়িত্ব।যাহা কুটনৈতিক এর আওতায় পড়ে।তবে,ভারতীয়রা যেটা করেছে তা বিশ্বের কারো কাছে গ্রহনযোগ্য নয়।এমন কি, ভারতীয় হাই কমিশনার ও বলেছেন- ওই ঘটনা গ্রহনযোগ্য নয় এবং তা নিন্দনীয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page