নিউজ ডেস্ক>>> রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে এ অবরোধ করেন তারা।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা রেলপথ অবরোধ করায় নিরাপত্তার স্বার্থে ট্রেন বন্ধ রাখা হয়েছে।রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান,বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।কমলাপুর থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি।ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে আছে।এদিকে,ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।ট্রেন কখন নাগাদ আবার চালু হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা।তবে রেলপথ থেকে আন্দোলনকারীরা চলে গেলে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন।স্বরাষ্ট্র সচিব,স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার,ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মন্তব্য