কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
মুরগি ছানা পেয়ে সোনা
দেখছি বেজায় খুশি
হাতে নিয়ে মুরগি ছানা
দিচ্ছে দেখি হাসি।
মুরগির ছানা আদর পেয়ে
বসছে সোনার কোলে
তাই না দেখে সোনা মানিক
মন খুশিতে দোলে।
ছোট্ট ছোট্ট মুরগি ছানার
তুলতুলে গা
পেটে যখন পাচ্ছে ক্ষুধা
করছে তখন হা।
চিউ চিউ করে ডাকছে ছানা
মা আসছে তেড়ে
ছোট্ট সোনা দিচ্ছে দৌড়
মুরগি ছানা ছেড়ে।
মুরগি ছানা ছেড়ে দাও
মায়ের কাছে যাক
খাদ্য খেয়ে মায়ের সঙ্গে
সুখ-শান্তিতে থাক।
মুরগির ছানার সাথে খেলা
শেষ করলো সোনা
বড় মুরগির কাছে যেতে
করছে সবাই মানা।
মন্তব্য