চট্টগ্রাম বিভাগীয় প্রধান>>> প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে নতুন করে বিতর্কে জড়ালেন চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিতর্কের মুখে সাংবাদিকদের এড়িয়ে চললেও ব্যক্তিগত সহকারীর মাধ্যমে অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় হুমকি দিতে পারলে আমি অস্ত্র হাতে প্রকাশ্যে মিছিল করতে পারব না কেন?’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত সোমবার বিকালে বাঁশখালী পৌর সদরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের যৌথ মিছিলের সামনে অস্ত্রসহ হাঁটেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেউপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেই মিছিলের ছবি রাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ফেসবুক পেজে আপলোড করা হয়। মিছিলে ব্যানারের আগে অস্ত্র হাতে নিয়ে সংসদ সদস্যের এগিয়ে যাওয়ার দৃশ্য ও ছবি রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর পর বাম হাতে একটি কালো ব্যাগ নিয়ে সংসদ সদস্য সামান্য হেঁটে যান। মিনিটখানেক পর তিনি পেছন ফিরে মিছিলের ভেতর থেকে একজনের এগিয়ে দেওয়া আরেকটি কালো ব্যাগ ডান হাতে নেন। হাঁটতে হাঁটতে ব্যাগের ভেতর থেকে তিনি একটি পিস্তল বের করেন। এরপর কালো ব্যাগটি সংসদ সদস্য তার সামনে থাকা আরেকজনের হাতে দেন। ওই ব্যক্তি স্থানীয় ওলামা লীগ নেতা বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ডান হাতে পিস্তল ও বাম হাতে একটি কালো ব্যাগ নিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মিছিল নিয়ে এগিয়ে যেতে দেখা যায় সেই ভিডিওতে। এ বিষয়ে বক্তব্য জানতে রাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মঙ্গলবার দুপুর পর্যন্ত একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি। যদিও এ সময় তিনি বাঁশখালীর গ্রামের বাড়িতেই ছিলেন বলে নিশ্চিতভাবে জানা যায়। সরল ইউনিয়নের গ্রামের বাড়িতে তিনি ঘর নির্মাণ করছেন। সেই ঘর নির্মাণের কাজ দেখভাল করছেন।
পরে এ প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী একেএম মুস্তাফিজুর রহমান একটি বার্তা পাঠান। এমপির বরাত দিয়ে তাতে বলা হয়, ‘প্রকাশ্য জনসভায় যদি বিএনপি নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো বক্তব্য দিতে পারেন, দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন, তবে আমি বৈধ অস্ত্র ব্যবহার করে অগ্নিসন্ত্রাসকারী বাহিনীকে প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে তাতে ক্ষতি কী?জানতে চাইলে একেএম মুস্তাফিজুর রহমান বলেন, এমপি স্যার এককভাবে কোনো সাংবাদিকের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমার মাধ্যমে বার্তাটি পাঠিয়েছেন। তিনি নির্বাচনী এলাকা বাঁশখালীতে অবস্থান করছেন।মিছিলে অংশ নেওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন, অস্ত্রটি সংসদ সদস্যের নামে লাইসেন্স করা।মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি দুদফায় সংসদ সদস্য নির্বাচিত হন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নসহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন। কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালাগাল করার একটি অডিও ফাঁস হয় গত নির্বাচনের আগে। কিন্তু তিনি ঠিক মনোনয়ন পেয়ে যান দ্বিতীয়বার।
মন্তব্য