মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি>>>
গতকাল ০২-৬-২৩ ইং তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান,মনিরামপুর উপজেলার রাজগন্জ্ঞ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলে।শুক্রবার সকাল সাড়ে আটটায় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০০ ও ২০০ দৌড়, দীর্ঘ লম্প,উচ্চ লম্প,মোরাগ লড়াই,যেমন খুশি তেমন সাজা,ভারসাম্য দৌড়, মহিলা অতিথিদের জন্য চেয়ারে বসা,পুরুষ অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ও দড়ি টানাটানি। কোমলমতি শিশুদের বিভিন্ন বিভাগের খেলা দেখে দর্শক ও অতিথি বৃন্দ আনন্দ উল্লাসে মেতে উঠে। বিকালের অধিবেশনে মহিলা অতিথিবৃন্দের চেয়ারে বসা ও পুরুষ অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ও দড়ি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ইভেন্টে প্রথম স্হান অধিকার করেন জনাব মোঃ আবদুল লতিফ, অধ্যক্ষ, রাজগন্জ্ঞ ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেন জনাব মাসুদ কামাল তুষার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজগন্জ্ঞ উচ্চ বিদ্যালয়।দড়ি টানাটানি খেলায় বিজয়ী হন প্রধান অতিথির দলবল।সন্ধ্যা ছ’টায় অনুষ্ঠিত আকর্ষনীয় সাংস্কৃতিক সন্ধ্যা। বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পরিবেশনায় পবিত্র কুরআন থেকে পাঠের ও গীতা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি, দেশের গান,ফোক গান,দলীয় নৃত্য, একক নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল লতিফ, অধ্যক্ষ রাজগন্জ্ঞ ডিগ্রি কলেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বনি ইসরাইল, সুযোগ্য ইনচার্জ পরিদর্শক, রাজগন্জ্ঞ পুলিশ তদন্ত কেন্দ্র ও জনাব মোঃ মাসুদ কামাল তুষার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজগন্জ্ঞ উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক, রাজগন্জ্ঞ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুল। সঞ্চালনায় ছিলেন মোঃ হাসান সুমন ও মোঃ আবদুল মান্নান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বলেন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই।
মন্তব্য