চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা>>> বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী বিরল ভূমিকা রয়েছে প্রতিনিয়ত সকল অনিয়ম ঠেকাতে সেনাবাহিনীর বান্দরবান বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হইছে ৷তারই অংশবিশেষ পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার অত্যান্ত দূর্গম বাকলাই পাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন অস্ত্রধারী সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।২৮ এপ্রিল ২০২৪ ইংরেজি রবিবার দুপুর ১ ঘটিকার সময় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।এর আগে সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই এলাকা নামক স্থানে মরদেহ দুটি পড়ে আছে বলে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন,খবর পেয়ে ঘটনাস্থল থানচি থানার নিকটবর্তী হওয়ায় লাশ গুলো উদ্ধার করেছে থানচি থানা পুলিশ।স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন।তিনি বলেন,স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়ে,লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে সময় লাগতেছে।ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব।তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয় বাসিন্দারা।গত ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছিল।কিছুদিন আগে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেপ্তার করা হয় ৷
মন্তব্য