ওয়াহিদুজ জামান,ভাংগা উপজেলা( ফরিদপুর) প্রতিনিধি:>>>
ফরিদপুরে রবিবার (৪ জুন) পাঁচ দিনব্যাপি “বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতিক, এমপি।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আজ সকালে মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদপুর পৌঁছালে তাঁকে জেলা প্রশাসন, ফরিদপুর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ।এরপর জেলা পুলিশ, ফরিদপুর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম । এসময় তাকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।পরক্ষণে মাননীয় মন্ত্রী মহোদয় বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা শেষে অম্বিকা মেমোরিয়াল হলে এক আলোচনা সভায় যোগদান করেন। জেলা প্রশাসন, ফরিদপুরের সহযোগিতায় এবং পাট অধিদপ্তর, ফরিদপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, ফরিদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতিক, এমপি মহোদয়।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সচিব বস্র ও পাট মন্ত্রনালয় মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব পরিকল্পনা অনু বিভাগ,বস্র ও পাট মন্ত্রনালয় মোঃ মাহমুদ হোসেন,অতিরিক্ত সচিব মহাপরিচালক পাট অধিদপ্তর ড. সেলিনা আক্তার,ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান , মোঃ শাহাদাৎ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রী মহোদয় পল্লী কবি জসীমউদ্দিন এর বাড়ি ও সংগ্রহশালা এবং টেক্সটাইল ইন্সটিটিউট, ফরিদপুর পরিদর্শন করেন।
মন্তব্য