মো: সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি >>>
বর্ষা ঋতু শুরু হয়েছে গতকাল থেকে। বর্ষার সময়ে ঝুম বৃষ্টি নামার কথা। অথচ বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়। বর্ষার প্রথম দিন গতকাল সকাল থেকেই আকাশ চকচকে। কড়া রোদে অসহ্য গরম পড়ছে। অথচ বিগত বছরগুলোতে আষাঢ় শুরুর আগেই জেলায় বৃষ্টি নামতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর দিয়ে পুরো মাসজুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন । তিনি পেশায় একজন কৃষক। খরায় পানি শুকিয়ে যাওয়ায় শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। দেখা গেলো প্রচণ্ড রোদে জমিতে থাকতে না পেরে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানের টিউবওয়েল থেকে পানি পান করছেন।
ইব্রাহিম হোসেন বলেন, ‘আষাঢ় মাস শুরু হয়েছে। তারপরও তরতরে (কড়া) তাজা রোদ। মানুষ গরমে ঠিকমতো থাকতে পারছে না। বর্ষার দিনে আজ বৃষ্টি হওয়ার কথা অথচ বৃষ্টি নেই।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আষাঢ়ের শুরুতেও বৃষ্টির দেখা নেই। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত আছে। এটা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু কয়েক দিন ধরে মৌসুমি বায়ুর প্রবাহ কমে গেছে। যে কারণে বৃষ্টিপাত কম। যে সামান্য পরিমাণ বৃষ্টি হচ্ছে তা রোদে শুকিয়ে গিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি করে ভ্যাপসা গরমের সৃষ্টি করছে। কাঙ্খিত বর্ষণ নেই বলে উত্তপ্ত হয়ে আছে চুয়াডাঙ্গা।’
রকিবুল হাসান আরও বলেন, গতকাল বিকেলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।
মন্তব্য