২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

বর্ষায় সোনালী অতীত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমেঃ সাদেকুল ইসলাম >>> আজ ঘোর বৃষ্টির দিন,
নেই কোনো কাজ,বসে বসে একাকি ভাবছি পেছনে ফেলে আসা সোনালী অতীতের কথা গুলো।কি সুন্দর টাই না ছিলো অতীতে ঘটে যাওয়া স্মৃতি গুলো। বর্ষার দিনে স্কুলে ক্লাসের ব্রেঞ্চে বন্ধুরা মিলে কলম খেলা, চোর-ডাকাত, রাজা-পুলিশ খেলার আসর, ছুটির দিনে সারাদিন বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলায় মত্য।স্কুল জীবন পার করে এসে কলেজ জীবনে পরার্পণের অভিজ্ঞতা আরো বেশি সুখময়।বৃষ্টির দিনে কলেজের ব্রেঞ্চে পাশাপাশি বসে প্রিয় মানুষটির হাতে হাত রেখে মনের গহীন থেকে আবির্ভূত হওয়া হৃদয় নিংড়ানো কথামালার আলাপন জমানো, ক্লাসে স্যার নেই, নেই কোনো মাথা বেথা।জানালার পাশে বসে গ্রিলের ফাক দিয়ে মাঠে তাকালেই দেখা যায় বন্ধুদের উল্লাসিত চিত্তে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার এক অসাধারণ দৃশ্য।বৃষ্টি মানেই যেন মনের মাঝে লুকায়িত এক আনন্দক্ষনের বহিঃপ্রকাশ।তখন ও বুঝতে পারিনি জীবন কি! ভেবেছিলাম হয়তো এভাবেই হাসি আনন্দেই কেটে যাবে বাকিটা জীবন। কিন্তু বয়স বারার সাথে সাথেই টের পেয়ে গেলাম আসলেই জীবন কী?
এখন আর বৃষ্টিকে ভালো লাগেনা, এখন আর সেই অতীতের মতো বন্ধুদের সাথে ফুটবল খেলা,প্রিয়মানুষের হাতে হাত রাখার সময় টুকু নাই।এখন শুধু বাস্তবতা, এখন একদিন বৃষ্টি হলে ভাবতে হয় আজকের দিনে কোথায় কাজ পাবো?কীভাবে ঘরে বাজার খরচ নিয়ে ফিরবো।
বৃষ্টি সেই আগের মতো আছে,ব্যবধান শুধু বয়সের। এখন বুঝতে শিখেছি বাস্তবতা কি? আর জীবন কি?

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page