২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

বইছে দেখি বন্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ০৭-৬-২৩

অশ্রুজলে ভাসায়ে বক্ষ কন্যা; স্বামীর বাড়ি যায়
পিতা হাত তুলে আশিষ দেয় ; সেথা সুখ যেন পায়।
আদর মাখা শাসন দিয়ে ; বড় করে কন্যা
বিদায় দিতে কন্যা আজ; বইছে দেখি বন্যা।
মা কাঁদছে ভাই কাঁদছে ; আরো বাবা কাকা
মেয়ে নিলে বিদায় আজ; লাগবে বাড়ি ফাঁকা।
মেয়েকে আদর বেশি করে ; সকল বাবায় জানা
তাইতো কন্যা বিদায় বেলা ; বন্ধ করে খানা
নতুন আত্মীয় আসেন যারা; চিন্তা তাদের নিয়ে
বদনাম যেনো নাই-বা করে,বাড়িতে ফিরে গিয়ে
বিদায় বেলা অশ্রু নয়নে ; কন্যাকে দেয় বিদায়
সংবরণ করে নিজ অশ্রু ; দুশ্চিন্তায় ভাঙে হৃদয়
তারপরেও কোন বাবা ; রাখতে চায় না বাটী
শ্বশুর বাড়ি আপন বাড়ি ; সেখানেই সে খাঁটি
বরপক্ষ হয়েছে রওয়ানা ; মেয়ে ফিরে চায়
অপলক দৃষ্টিতে চেয়ে আছে ; জনম দুখিনী মায়।
সবে মিলে করছে দোয়া ; মেয়ের সুখের তরে
সুখ শান্তিতে থাকে যেনো; যেয়ে স্বামীর ঘরে।

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page