কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ০৭-৬-২৩
অশ্রুজলে ভাসায়ে বক্ষ কন্যা; স্বামীর বাড়ি যায়
পিতা হাত তুলে আশিষ দেয় ; সেথা সুখ যেন পায়।
আদর মাখা শাসন দিয়ে ; বড় করে কন্যা
বিদায় দিতে কন্যা আজ; বইছে দেখি বন্যা।
মা কাঁদছে ভাই কাঁদছে ; আরো বাবা কাকা
মেয়ে নিলে বিদায় আজ; লাগবে বাড়ি ফাঁকা।
মেয়েকে আদর বেশি করে ; সকল বাবায় জানা
তাইতো কন্যা বিদায় বেলা ; বন্ধ করে খানা
নতুন আত্মীয় আসেন যারা; চিন্তা তাদের নিয়ে
বদনাম যেনো নাই-বা করে,বাড়িতে ফিরে গিয়ে
বিদায় বেলা অশ্রু নয়নে ; কন্যাকে দেয় বিদায়
সংবরণ করে নিজ অশ্রু ; দুশ্চিন্তায় ভাঙে হৃদয়
তারপরেও কোন বাবা ; রাখতে চায় না বাটী
শ্বশুর বাড়ি আপন বাড়ি ; সেখানেই সে খাঁটি
বরপক্ষ হয়েছে রওয়ানা ; মেয়ে ফিরে চায়
অপলক দৃষ্টিতে চেয়ে আছে ; জনম দুখিনী মায়।
সবে মিলে করছে দোয়া ; মেয়ের সুখের তরে
সুখ শান্তিতে থাকে যেনো; যেয়ে স্বামীর ঘরে।
মন্তব্য