কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ১৬-৬-২৩
ছোট্ট সোনা দাড়িয়ে আছে
হাতে ফুলের মালা
বেচাবিক্রী হলে ভালো
জুটবে ভাতের থালা।
দেখলে গাড়ি যাচ্ছে ছুটে
মালা বেচার তরে
কেউ বা কিনছে দু’একটি
কেউ বা পড়ছে সরে।
পড়াশোনার অধিকার
তার কিন্তু আছে
পড়তে বসলে মায়ের চিন্তায়
মন তার নাচে।
বাপ তার হয়েছে গত
বেশ কিছুটা আগে
সেই থেকে সংসারের হাল
নিয়েছে সে বাগে।
মা তার ভুগছে রোগে
সাথে ছোট্ট ভাই
পড়াশোনা দিয়ে বাদ
বেচছে মালা তাই।
পথশিশুদের পড়াশোনার
দায়িত্ব নেবে সরকার
তাদের জন্য আইন করা
এই মুহূর্তে দরকার।
মন্তব্য