মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলা বিভিন্ন স্থান থেকে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা।
উপজেলার সোনাপুর ইউনিয়নের যুগারদিয়া, ফুকরা, রায়েরচর, রামকান্তপুর ইউনিয়নের সৈলডুবী গ্রামের
ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা।গ্রামীণ সড়ক দিয়ে হু হু করে দিন – রাত চলছে মাটি বোঝাই ট্রাক ও ট্রলিগাড়ী।মাটি ব্যবসায়ীরা জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে কৌশলে কব্জায় করে মাটি কেটে নিয়ে যাওয়ায় একদিকে জমির শ্রেনী পরিবর্তন হচ্ছে, পাশাপাশি গ্রামীণ সড়কগুলো যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া মাটি বোঝাই গাড়ি থেকে সড়কে মাটি পড়ায় মাঝে মধ্যে ঘটছে সড়ক দূর্ঘটনা।
মাটি ব্যবসায়ী ইসারত চেয়ারম্যান ও তার ভাই জাহাঙ্গীর এর আগ্রাসনের কবলে ফসলী জমি।বর্ষা মৌসুমে এরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে এবং শুকনো মৌসুম জুড়ে ফসলী জমির মাটি কেটে বিক্রি করেন।প্রশাসনকে তোয়াক্কা না করেই মাটি কাটা মাটি বিক্রি করেই চলছে। মাটি বিক্রেতা ভেকু গাড়ির মালিক মুরাদ মোল্যা ও জাহাঙ্গীর বলেন প্রশাসনকে ম্যানেজ করেই তারা মাটি কাটছেন।মাটি কাটার বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন মাটি কাটার বিষয় ইতিমধ্যে জানতে পেরেছি ফসলী জমি রক্ষার্থে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য