বিশেষ প্রতিনিধি, ফরিদপুর ঃ ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর দিক নির্দেশনায় আইনশুঙ্খলা উন্নতির লক্ষ্যে উপজেলার তালমা ইউনিয়ন বাসীর সচেতনতায় ৩১ মে বুধবার সন্ধ্যায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ‘ এই শ্লোগান কে প্রাধান্য দিয়ে বিট পুলিশিং সভায় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে বিট নং -০৯, তালমা ইউনিয়ন বিট অফিসার এস আই (নিঃ) মোহাম্মদ আক্কাস আলী শেখ ও সহকারী বিট অফিসার এএসআই (নিঃ) সঞ্জয় বৈদ্য ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে মাদক,বাল্য বিবাহ, কিশোর অপরাধ, জুয়া,চুরি,ডাকাতি, সাই ভার ক্রাইম, ইভটিজিং সহ নানান অপরাধ মুলোক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ খলিফা, সেকেন মাতুব্বর, ইসারত মোল্লা, মোঃ আদেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জনসাধারণের উদ্দেশ্য বলেন আমার ইউনিয়ন হবে দুর্নীতিমুক্ত। আপনারা সবাই সজাগ থাকলে অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে।এছাড়া কোন অপরাধের আলামত পাওয়া মাত্রই আমাকে জানাবেন।
মন্তব্য