নিজস্ব প্রতিবেদকঃ>>>
অংশীজনদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয় কর্মশালা ২৯ মে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব( উপ-সচিব) মোঃ মাসুদ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মোঃ মাহবুবুল কবীর সিদ্দিকী।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, এফবিজেও এর মহাসচিব মোঃ শামছুল আলম, তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, কাফরুল প্রেস ক্লাবের সভাপতি এ জেড এম মাইনুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ইসমত দোহা প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাখওয়াত হোসেন।কর্মশালায় বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
মন্তব্য