পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় রাজাখালীতে ইউপি সদস্য সাইফুল্লাহ’র নেতৃত্বে মসজিদের জমি দখলের চেষ্টায় স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয় জনতা ৩ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এসময় তাদের কাছ থেকে দেশীয় ১টি কিরিচ উদ্ধার করা হয়।শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত হলেন, রাজাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বামুলা পাড়া এলাকার শফি আলমের ছেলে ইউসুফ (২৭)একই এলাকার জপির আলমের ছেলে মিসকাত উদ্দিন সিকদার (২৭) নুরুল আলমের ছেলে,শহর আলী (৩৫)।
আহতেরা হলেন নতুন ঘোনা এলাকার আবুল শরিফের ছেলে আবুল বশর (৪৫), মোহাম্মদ দুদু মিয়ার ছেলে রিদুয়ান (৩৩) ও একই এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী শামিমা ইয়াসমিন (২৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, বেশ কিছু দিন ধরে রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুনঘোনা গোদার পাড় এলাকার বায়তুল মামুর জামে মসজিদের জায়গা দখলের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় ইউপি সদস্য সাইফু্ল্লাহ মেম্বার। গত বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের নিয়ে দলবদ্ধ হয়ে মসজিদে জায়গা জবর দখলের চেষ্টা চালালে স্থানীয় জনতা ও মসজিদের মুসল্লীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কযেকজন আহত হয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ও পেকুয়া সেনা ক্যাম্পের টহল টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফের একই কায়দায় শনিবার বিকেল ৩ টার দিকে দেশীয় অস্ত্রসহ সংবদ্ধ হয়ে মসজিদের জমি দখলে নিতে এলাকাবাসীর উপর হামলা চালায়।স্থানীয় মসজিদের মুসল্লী জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদের মুসল্লী ও এলাকাবাসী সাইফুল্লাহ মেম্বার এর বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তারই জের ধরে বিকেলে সাইফুল মেম্বারের নেতৃত্বে সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ফের মসজিদে জায়গা দখলে নিতে আসে। এসময় স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মহিলাসহ ৩ জন আহত হয়। এসময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে সাইফুল মেম্বারসহ অন্যরা পালিয়ে গেলেও ৩ জনকে স্থানীয়রা আটক করে। পরে আটকৃতদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মুসল্লী ও জনতা।এ বিষয়ে অভিযুক্ত সাইফুল্লাহ মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা নামক স্থানে ৩জনকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ আটককৃতরা মসজিদের জমি দখলের চেষ্টা করে। একজন ইউপি সদস্যের নেতৃত্বে আটককৃতদের নিয়ে জমি দখলে নিতে ঘটনাস্থলে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য