পেকুয়া প্রতিনিধি>>> কক্সবাজারে পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের পিতা-মাতাকে দেখতে গেলেন অন্ত্রবতীকালাীন সরকারের ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন।এসময় তিনি বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জাতি চিরকাল মনে রাখবে এবং ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।শনিবার (১৯অক্টোবর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জেয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এসয় তিনি আরও বলেন প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লক্ষ টাকা দেবে অন্তর্বর্তীকালীন সরকার।ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত ওয়াসিমের পিতার হাতে নগদ ২ লক্ষ টাকাও তুলে দেন ধর্ম উপদেষ্টা।এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় সচিব,যুগ্ন সচিব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হোসেন চৌধুরী,এএসপি সার্কেল চকরিয়া-পেকুয়া রাকিবুল ইসলাম,পেকুয়া থানার ওসি মোঃ সিরাজুল মোস্তফা,বারবাকিয়ার চেয়ারম্যান এইচ এম বদিউল আলম,ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পেকুয়া উপজেলা শাখার নেতৃবৃম্দরা ও বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার প্রতিনিধি হিরণ সরওয়ার।
মন্তব্য