সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
টাকা-পয়সার লেনদেন সংক্রান্তে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ ফরহাদ হোসেন বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে মারপিট করতে উদ্যত ও নানাবিধ হুমকি ধামকির অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে ২৪শে মে বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামে। এ ঘটনায় ভূক্তিভোগী আব্দুল বারিক কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আব্দুল বারিক শেখের সাথে কেশবপুর উপজেলার ভেরচি গ্রামের ফরহাদ হোসেন বাবু ও তার সহযোগীদের চুকনগর বাজারে নির্মিত দোকান ঘর বরাদ্ধের টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ পর্যায়ে বাবু ও তার সহযোগীরা আব্দুল বারিকের প্রাপ্য টাকা না দিয়ে তাকে মারপিট করতে উদ্যতসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। বিষয়টি বুঝতে পেরে বারিক তার বাড়ি ছেড়ে যশোর জেলার কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামে স্ব-স্ত্রীক আত্ম গোপনে রয়েছে। বিষয়টি জানতে পেরে বাবু ও তার সহযোগী আব্দুল কাদের শেখ ও মোয়াজ্জেম শেখসহ অজ্ঞাত নামা আরো কয়েক জন বুধবার দিবাগত সন্ধ্যায় বারিকের শশুর বাড়িতে হানা দিয়ে তাকে মারপিট করতে উদ্যত সহ নানাবিধ হুমকি ধামকি দিয়ে চলে আসে। এ ঘটনায় আ: বারিক বাদী হয়ে ফরহাদ হোসেন বাবুকে প্রধান আসামীসহ আরো কয়েক জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য