২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • পাবনায় ধর্মকে পুঁজি করে হিন্দু বাড়িতে দুধর্ষ চুরি
  • পাবনায় ধর্মকে পুঁজি করে হিন্দু বাড়িতে দুধর্ষ চুরি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

    পাবনায় ‘বাবা লোকনাথ’ সেজে হিন্দু বাড়িতে দুধর্ষ চুরির ঘটনার এক সপ্তাহ পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।পাবনা শহরের রাধানগর মধ্যপাড়ার মৃত ক্ষিতিশ চন্দ্র নন্দির ছেলে সাধন চন্দ্র নন্দি পাবনা সদর থানায় এক লিখিত এজাহারে অভিযোগ করেন, গত ৩১ মে বেলা ১১টার দিকে দুই ব্যাক্তি নিজেদের বাবা লোকনাথ মন্দিরের লোক পরিচয় দিয়ে মুষ্টির চাল উঠানোর জন্য এসেছেন বলে জানান। এ সময় ঐ দুই ব্যাক্তি তাদেরকে লোকনাথ বাবার ছায়া দাবী করে বাবার চরনামৃত জাতীয় মিষ্টি পানিয় পান করান।এর পর ছেলের চাকুরি দেওয়ার প্রলোভন এবং ধর্মিয় কথাবার্তা বলে তাদের আকৃষ্ট করে। এ ছাড়া প্রচুর ধন সম্পদ এবং বর্তমানে যে সম্পদ আছে তা এক ফু দিলেই দ্বিগুন হবে বলে জানান। এ কথায় তারা আকৃষ্ট হয়ে নগদ ৯১ হাজার টাকা এবং তিন ভরি ৮ আনা স্বর্নের গহনা এনে দেয়। সঙ্গে সঙ্গে ঐ দুই ব্যাক্তি গৃহকর্তা ও গৃহবধুকে সামান্য আড়ালে যেতে বলে। কিছুক্ষণ পরেই কমলা কাপড়ে মোড়ানো ছোট একটি পোটলা ফেরত দেয় এবং তিন দিন পর খুলতে বলে। এর আগে খুললে সবার মৃত্যু হবে বলে জানায়। গত ৩ জুন শুক্রবার সকালে পোটলাটি খুললে তাতে কিছু তারকাটা ও লোহার বস্তু পাওয়া যায়।এ ঘটনার পর সাধন চন্দ্র নন্দি বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত এজাহার দেন। দুধর্ষ চুরির এক সপ্তাহ পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page