মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর লাউকাঠি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই এর নেতৃত্ব দেন। ইউএনও সাইফুর রহমান বলেন, কয়েকদিন থেকেই এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ থেকে অভিযান শুরু হলো। পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।এদিকে গত বছর লাউকাঠি নদীর তীর থেকে কয়েকশ কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করেন তৎকালীন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তবে কামাল হোসেন পটুয়াখালী থেকে বদলি হওয়ার পরই ফের নদী দখলের মহোৎসব শুরু হয়। বিভিন্ন সভায় এ নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু হলো।
মন্তব্য